SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

মধ্যরাতের গল্প - একটি প্রতীকী কবিতা।

একটি ঘটনার প্রতীকী বর্ণণা
মধ্যরাতের গল্প - একটি প্রতীকী কবিতা

মধ্যরাতের গল্প - একটি প্রতীকী কবিতা।

মধ্যরাতের গল্প



( একটি ঘটনার প্রতীকী বর্ণণা )


শান্তি প্রতীক পায়রা বসিছে            
নোয়ানো নরম ডালে,
ডানা দুটো তার রাঙিয়া উঠিছে
চপল রোদের আলে।

দিনভর শুধু চিন্তা তাহার
পরের হীতের পরে,
হৃদয়ের সাথে হৃদয় গাঁথার
সকলে সবার তরে।

কালোপক্ষি কাঁক আসিল
বসিল তাহার পাশে,
প্রাণ খুলিয়া হাসিয়া উঠিল
ভাবিল সমান শেষে।

সাদা দিলওয়ালা পায়রা নিরবে
বুঝিল কাঁকের গতি,
দিলখুলা কাঁকে ভালোই জমবে
জুড়িব গল্প অতি।

সন্ধ্যা শেষে রাত্রি নেমেছে
গল্প জমিছে বেশ,
প্রাণ ভরিয়া পায়রা শুনিছে
বাঁচাল কাঁকের পেশ।

শ্বেত পায়রা সরল মনে
গাহিল মধুর গান,
কাঁক শুনিল বাঁকা কানে
ধরিল মুগ্ধ ভান।

ভোরবেলাতে কাঁক ছুটিল
এধার হইতে অধার,
পাখিকূল নিয়া বিচার বসাল
মহা অভিযোগ তার।

রাত বারোটায় পায়রা তাহাকে
ডাকিয়া আনিছে পাশে,
কুগান করিছে কথার ফাঁকে
কুমত ঢালিছে শেষে।

সবাই মিলিয়া পায়রার প্রতি
অভিশম্পাৎ দিল আর,
রাগে বলিল ফুঁসিয়া অতি
পদ ভাঙিবে তার।

সরল পায়রা হতবাক চোখে
ডাল ছাড়িতে চায়,
ভাবে, কে কাঁকের সাথে
সখ্য করিতে যায়(!)

বৃক্ষশাখা,পুষ্প,ফসল
অসীম আকাশ মিলে,
পায়রার শানে করিছে মিছিল
জয় পায়রা বলে।

- সাইফুল মুন্না।
(রহস্য)

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post