How to get 1st Class in English Honours, আমি যেভাবে ফার্স্ট ক্লাস পেলাম, 1st Class in English Honours, 1st Class in English Department, Try Dot Fulfil, Try.Fulfil Bangla.
How to get 1st Class in English Honours |
How to get 1st Class in English Honours : TANZINA HAQUE
ফার্স্ট ক্লাস যেভাবে পেলাম:
আমি প্রথমত নোট করে করে পড়তাম, প্রতিটা
টপিক এর বাংলাটা বুঝার চেষ্টা করতাম,, কিছু গুরুত্বপূর্ণ কোটেশন লিখে লিখে
শিখতাম। আর প্রশ্ন পড়ার সময় প্রতিটা বড় প্রশ্ন পয়েন্ট আকারে পড়তাম।
যেভাবে প্রস্তুতি নিয়েছি:
বড় প্রশ্ন গুলো দশ থেকে বার পেজ লেখার চেষ্টা
করেছি। ব্রিফ পরেছি প্রচুর সেট +বিগত পড়ার পর স্টাডি গাইড পরতাম। সেট থেকে ৬-৭ টা
কমন পেলেও বাকি ৩-৪ টার জন্য অনেক কষ্ট করেছি।আমার অবশ্য হেল্প পাওয়ার স্কোপ ছিলনা
তাই ব্রিফের প্রেসার টা বেশি পড়েছিল।
যে যে বইয়ের সহায়তা নিয়েছি:
ফ্রেন্ডস বোক আর PRC sheet+ লেকচার।
আসলে যখন যেটায় সহজ করে পেয়েছি পড়েছি। অল ইন ওয়ান বইটা ও বেশ ভালো সামারি পড়ার
জন্য।
যেখান থেকে হেল্প নিয়েছি:
হেল্প এর কথা যদি বলি আমাদের সাইফুল এর
অবদান বলে শেষ করা যাবেনা। করোনাকালীন সময়ে আমরা ক্লাস করার সুযোগ পায়নি কিন্তু সাইফুলের
এই Try.Fulfill গ্রুপ এর দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি। হেল্প এর জায়গা বলতে এই গ্রুপ আর আমাদের গ্রুপ
স্টাডি। দীর্ঘ একটি বছর এই মানুষটা নিঃস্বার্থ ভাবে সাহায্য করে গেছে।
যেখান থেকে অনুপ্রেরণা পেয়েছি:
অনুপ্রেরণা
ছিল বন্ধুরা ওরা পারলে আমি কেন পারবোনা, আমাকে
পারতেই হবে।
আমার অনুভূতি :
ভালো রেজাল্ট করলে মনের অনুভূতিটা আসলে বলে
বুঝানোর মতো না কতটা আনন্দ লাগে।
ছোটদের প্রতি পরামর্শ:
- যা পড়বে নোট করে পড়বে
- কোটেশন পড়ার চেষ্টা করবে
- Try.fulfill group টা কে ফলো করো।
- TRY.FULFIL - youtube channel এ criticism and AMLT or ELT এর সব প্রশ্ন সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া আছে হেল্প নিতে পার।
- পড়ার কোনো বিকল্প নাই।
- পাশ সবাই করে ভালো রেজাল্ট করাই মূল উদ্দেশ্য হওয়া উচিত।সো ভালো রেজাল্ট করার জন্য পড়বা পাশের উদ্দেশ্য নিয়ে নয়।
Tanzina Haque.
GPA: 3.20
----------
How to get 1st Class in English Honours: ESHITA CHOWDHURY HENA:
যেভাবে পড়াশোনা করেছি/পদ্ধতি-:
অনেকেই অনেক ভাবে পড়ে কিন্তু আমি প্রথমেই একটা
বিষয় সিলেক্ট করেছি যে এটা ৩-৪ দিনের মধ্যে শেষ করব। প্রথমে প্রতিটি সাবজেক্টের বাংলা + ইংলিশ
সামারি ভালো ভাবে পড়তাম, এর পর এই সাবজেক্ট গুলোর ব্রিফ,
শর্ট এন্ড ব্রড সিরিয়াল অনুযায়ী শেষ করেছি,। প্রথম দিকে আমার একটা
ফ্রেন্ড এর সাথে গ্রুপ স্টাডি করেছি।আমরা টার্গেট নিয়ে পড়তাম যে একদিন কয়টা ব্রিফ
বা শর্ট, ব্রড শেষ করা লাগবে, যেকারনে প্রতিটা সাবজেক্ট এক্সাম এর আগে সুন্দর ভাবে শেষ করেছি।
যে যে বইয়ের সহায়তা নিয়েছি-:
প্রতি বছরই আমি মেইন বই + স্টাডি গাইড কিনে
পড়াশোনা করেছি কিন্তু চতুর্থ ইয়ারে শুধু ফ্রেন্ডস বুক কর্নারের স্টাডি গাইড পরেছি,
এর পাশাপাশি কলেজের স্যার এর শীট কালেক্ট করে
পড়েছি।
যে যে জায়গা থেকে হেল্প নিয়েছি-:
আমি যেখানেই স্টাডি রিলেইটেড কিছু পেয়েছি সেখান
থেকেই সব কিছু কালেক্ট করেছি। বিশেষ করে বিভিন্ন ফেইসবুক গ্রুপ থেকে। Try Dot Fullfil নামে যে ফেইসবুক গ্রুপ আছে অইখান থেকে
অনেক হেল্প পেয়েছি। এখানে এই গ্রুপের এডমিন সাইফুল ভাইয়া সব সময়
গুরুত্বপূর্ন সব বিষয় নিয়ে লাইভে আলোচনা করেছেন।
যেখান থেকে অনুপ্রেরণা পেয়েছি-:
আমি আমার সিনিয়র কয়েকজন আপু, ভাইয়াদের দেখেছি
যারা প্রতিটি ইয়ারেই অনেক ভালো রেজাল্ট করেছেন, অনুপ্রেরণা পাওয়া টা এখান থেকেই, সব সময় উনারা বলতেন তুমিও ভালো রেজাল্ট করতে পারবে। বিশেষ করে নিজেই
নিজেকে অনুপ্রাণিত করতাম যাতে লাস্ট ইয়ার টা ভালো একটা রেজাল্ট দিয়ে শেষ করতে
পারি। আসলে সবার সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে সে নিজেই।
আমার অনুভূতি/ বক্তব্য -:
আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি যে ফার্স্ট
ক্লাস এর সাথে আমার গ্রাজুয়েশন করতে পেরেছি।
ছোটদের প্রতি পরামর্শ :
- প্রথমেই তোমাদের পড়াশোনার জন্য ধৈর্য থাকতে হবে।
- পড়ার পাশাপাশি নোট করতে হবে, যাই পড়বে এমন ভাবে পরবে যাতে এখান থেকে ব্রিফ,শর্ট, ব্রড যাই আসে না কেন এন্সার করতে পার।
- আর হ্যাঁ পারলে অবশ্যই গ্রুপ স্টাডি করবে।
- আমার মতে প্রতিটা সাবজেক্ট যদি ধারাবাহিক ভাবে শেষ করতে পারো,এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে।
সবার জন্য শুভ কামনা রইলো।
Eshita Chowdhury
Hena
GPA: 3.15
-------
How to get 1st Class in English Honours : SHIHAB SAIFUL
ফার্স্ট ক্লাস যেভাবে পেলাম:
এই জার্নিতে আমি যা যা করতে চেয়েছি তার বেশিরভাগই করতে পারিনি। তাও
মহান আল্লাহ আমাকে নিরাশ করেনি।তাই এগুলো ফলো করে বিপদে পড়লে আমি দ্বায়ী না।তবে
শেষ অংশে আমার কিছু পরামর্শ থাকবে ওগুলো ফলে করে পরীক্ষা খারাপ হলে দ্বায়ভার আমার। ১ম মাসেই পুরাতন সেট সাজেশন কিনতাম।Previous
Year এর বোর্ডে আসা ব্রিফগুলো দাগিয়ে নিতাম।সিনিয়রদের পরীক্ষা হয়ে গেলে
প্রশ্ন বিশ্লেষণ করে নিজের মতো একটা সাজেশন বানাতাম। সারাবছর
রাস্তাঘাট,গাড়িতে সামারি শুনতাম।আমি জাস্ট সামারি পড়ে
বানিয়ে লিখেছি এর বেশি কিছু না।
যেভাবে প্রস্তুতি নিয়েছি:
* প্রাইভেট
পড়িনি।
*প্রথমে YouTube থেকে
কাহিনী শুনেছি, দেন বাংলা সামারি পড়েছি,ইংরেজি
সামারি পড়েছি, সেট এর সব ব্রিফ রিড়িং দিয়েছি।
*প্রতি গল্প/কবিতা থেকে ২-৩ টা বড় প্রশ্ন Study
Guide থেকে ভালো করে কয়েকবার রিড়িং দিয়ে নিজের মতো করো গুরুত্বপূর্ণ
পয়েন্টগুলো নোট করেছি।
*প্রতি গল্প কবিতা থেকে ৫-১০ টা শর্ট প্রশ্ন ২ বার
করে রিড়িং পড়েছি।গুরুত্বপূর্ণ লাইনগুলো রেড় মার্ক করেছি।
*বড় প্রশ্নের জন্য কোটেশন সিলেক্ট করে মুখস্থ
করেছি।
* সেট এর সব ব্রিফ রিড়িং দিয়েছি। বোর্ডের গুলো টানা
মুখস্থ করেছি।
*গল্প/কবিতা নিয়ে মুভি থাকলে সেগুলো দেখেছি
যে যে বইয়ের সহায়তা নিয়েছি:
★
SET Suggestion ★Study Guide (Friends
Publication)
আমি মেইন বুক পড়িনি।আপনারা চাইলে কিনতে পারেন। All in one বইটাও কিনি নি।কিন্তু All in one বইটা
আপনাকে অনেক হেল্প করবে যেটা আমি পরে অনুভব করতে পেরেছি।
যেখান থেকে হেল্প নিয়েছি:
আমার পুরো প্রস্তুতি YouTube লেকচার
এবং ইন্টারনেট বেসড।তবে ফাইনাল ইয়ারে Try Dot Fulfil এর
মেসেঞ্জার ও ফেসবুক গ্রুপ আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে।
★Youtube ( Cloud School Pro, Try
Dot Fulfil, NU literature Bangla, Let's Highlights, Learn With Polash সহ আরো
কিছু চ্যানেল)।
★ Facebook Group (Cloud
School Pro, Try Dot Fulfil সহ আরো কিছু গ্রুপ)।
★Website (Wikipedia, Sparknotes,
Cliffnotes, britannica, gradsaver, Litchart, enotes, bbc co, prc Foundation সহ
অনেক)
কৃতজ্ঞতা:
★ Al Mamun Sir (বিস্তারিত সামারি) ★Le's Highlights (শর্ট,গোছানো সামারি) ★Nu Literature Bangla (Criticism & Translation সামারি) ★ফাতেমা তুজ জোহরা আপু (লেখা বাংলা সামারি আর Linguistic নোট) ★Saiful Munna (Brief Live) ★Biplop Prodhan (শুরুর দিকের সাহায্য) ১ম দুজনের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। এছাড়া অনেকে পরামর্শ সহ ম্যাটেরিয়াল দিয়ে সাহায্য করেছেন।
অনুভূতি:
সব কিছু হারিয়ে NU তে পড়তে
গিয়ে লোকজন, আত্নীয় স্বজনের কটু কথা শুনে ৪ বছর ফার্স্ট ক্লাস
ছাড়া অনার্স শেষ করাটা আমার ভাবনার বাইরে ছিলো। পারিবারিক
সদস্যদের অসুস্থতার কারনে দীর্ঘদিন হাসপাতালে থাকা + টিউশনি করানোর পর রেজাল্ট
শিটে ৩ অংকটা দেখার পরের অনুভূতি দারুন। ইজিবাইক
আর খুলনার রাস্তায় হাটার সময় হেডফোন দিয়ে শোনা সামরিগুলো এখনও আমার কানে বাজে।।
পরামর্শ:
★ গল্প/কবিতা/প্রবন্ধের
চরিত্র, লেখার কারন, কাহিনি,
সামারি এগুলো ভালো করে জানতে হবে।
★বাংলা+ইংরেজিতে
সামারি পড়তে হবে।
★ রিভিশন
/পরীক্ষার আগের রাতে পড়ার জন্য প্রতেকটার গল্পের সামারি নিজের মতো করে বাংলা
/ইংরেজিতে নোট করে রাখতে হবে।
★ বড়
প্রশ্নগুলো পড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখতে হবে।
★বোর্ড
এর ব্রিফ টানা মুখস্থ থাকতে হবে।
★সেট এর
সব ব্রিফ কমপক্ষে ২ বার রিড়িং দিতে হবে।
★ অবশ্যই
বানিয়ে নিজের মতো করে লেখা শিখতে হবে। বাসায় বসে বড় প্রশ্ন লিখে প্রাকটিস করতে
হবে।
★ অবশ্যই
কোটেশন /কবিতার লাইন (সহজ ও ছোট) পরীক্ষায় দিতে হবে।
★ সময় ভাগ
করে সব প্রশ্নের উত্তর করতে হবে।।
★ ফাইনালি
আপনি কোনো প্রশ্ন এর ছেড়ে আসলে, বানিয়ে না লিখতে পারলে ফার্স্ট ক্লাস আশা করা
বোকামি।
★ আর
হ্যাঁ,কোটেশন না দিলে ১০ এ ৫ সর্বোচ্চ।
★ ব্রিফ
১০ টার যত কম হবে মার্ক ৬০ থেকে কয়েকগুন হারে কমতে থাকবে।
SHIHAB SAIFUL
GPA : 3.15
------------------
How to get 1st Class in English Honours : SHAKILA CHOWDHURY
Assalamu Alaikum To get a good result what one's need to do
is Take the name of Almighty..Take the blessings of parents, Hard work,
patience and Study. There is no other option than this. If u think you will
study 1or 2 months before exam and u will get a good result..than thats your
misconception.
My result of last 4 years are:
- First year: 3.25
- Second year: 3.25
- Third year: 3.28
- Fourth year: 3.23.
If u ask me the way
of my getting first class,
I have studied hard
to get this. I didn't study by fits and starts. I had kept the continuity of My
studies. I have learned questions from.Study guide. I didn't make much notes.
Only very few questions which I didn't found enough in Study guide I had made
notes.
As this year because
of Covid-19,lockdown I couldn't attend any private class so I had to study on
my own . I use a lot of quotations on my answers. I write them with blue or
green colors. And I try to do free writing. I don't write same to same as study
guide. I try to write on my own.
And Inspiration,
I get the inspiration
for study from my parents. Whenever I see them I feel that I need to work hard
and get a good result to make them proud. And my feelings after getting this
result is, all I wanted to see a big smile on parents face and Alhamdulillah I
have seen it. So whoever reading this post, give your best. Keep doing hard
work. Never give up.
SHAKILA CHOWDHURY
GPA:3.23
-------------
How to get 1st Class in English Honours : MAHBUBA AKTER TANIA
Ami asole akdom e porua student noi..amr porshuna..xm er ag
muhurte bivinno group page theke suggestion follow kore nije ki porbo akta list
kore time onujai jotota somvob complete kore xm diyechi.
3rd and 4th year..r golper proti amr ashokti thakay sob gula
novel dramar bangla summary agei pore niyechilam..tai xm time a question bujhte
kisuta easy lagsilo..
Ami jehetu mukhosto korte parina r mone thakena..tai amr porar
system holo,
* summary /theme pore ..lecture /fbc er guide theke easy
line gulo mone rekhe jototuku perechi free handwriting likhechi.
Amr 2 /1jon classmate r amr best friend amk xm time onek help
koreche ..amr jokhn j answer proyujon amk collect kore diyeche..jokhn e parbona
bole venge porechi..amr best friend amk motivation diyeche...
Junior der proti amr poramorsho,
jara amr moto mukhosto or mone rakhte parena..tara jno free
handwriting er chesta kore r obossoi. every question a at least 2 ta kore
quotation use kore..quotation use korle number tulonamulok beshi pawa jay..r
set suggestion r previous questions complete kortle 100% valo kora somvob..
Ami mone kori,
3rd year a ami jotota bujhsi..i wish 1st year a bujhtam or
keu amk idea dito..tahole 1st and 2nd year ao valo kisu korte partam..
Finally,
jEta shurutei bola uchit silo..amr 3rd and 4th year a valo
result howa ata allhr oshesh niamot..allah na dile jotoi chesta kori na kno
somvob to hotona..allahr shukria aday kore shesh kora jabena..tai porashuna
pashapashi obossoi jotota somvob ibadot korte hobe.
MEHREEN TANI
GPA: 3.30
------------
How to get 1st Class in English Honours : SHAHANAZ AKTER
Ami married , akta der bosorer sele ase . Sosur bari kaj er
chap + sele k samlaite hoito tai porar time paitam na .
Tai Exam er tin mas agei amader clg er test exam er somoy
babar barite chole asi . Amr ma fozor er namaj porei ranna korto . R sara din
amr cele k niye thakto . R ami boi portam ... Cele khub birokto korto rate
porte dito na . Rate 2 hours portam r vor 4 tay uthe pora suru kortam .
Ami set suggestion follow kortam . Study guide theke broad
er ans portam +Literature express. Com theke broad dekhtam .... Google e posno
search kore jegulo valo lagto note kortam .
Prothom e ami u tube theke novel er summery . Poem gulo
dekhtam .... Tarpor e ak ta subject suru kortam tar broad short ses kortam . R
brief gulo set suggestion thekei porci r 2015-2016 session er test paper er
brief gulo khub valo kore portam .
Soto der poti poramorso hocche,
Exam er khatay sundor vabe question er ans present korte
hobe .
Quatation use korte hobe onk . Ami pottek broad 5 theke 7
tar moto quatation use kortam . Quatation gulo study guide er explanations gulo
theke nitam question ta nil pen diye likhe tar niche likhtam.
" From this
above line , we can understand that ....." aivabe pottek quatation dewar
pore ami sei question tai aktu explain kore ditam ....
R short question er khetre tin ta pera ditam . R 1/2
quatation abossoi ditam .
English department e pore aktu besi e porisrom korte
hoy . Ami mone kori akjon student jodi final exam er 3 mas age thekei boi
seriously pora suru kore r exam r question use korlei valo marks carry kora
jay.
SHAHANAZ AKTER,
GPA: 3.20
~~~~~~~
> সংগ্রহ:
Try.Fulfil English Literature
> প্রকাশ:
Saiful Munna Blog.
*
লিখাটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানালে আমরা খুশি
হব।