SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

The Rise of English Summary in Bengali | রাইজ অব ইংলিশ | Try Dot Fulfill.

The Rise of English Summary in Bengali, রাইজ অব ইংলিশ, The Rise of English Terry Eagleton - Bangla Summary, Try Dot Fulfill.

  • Part: The Rise of English – Terry Eagleton.
  • Book: Literary Theory: An Introduction.
  • Published: 1983.
  • Topic: English in the 18 century onwards.
  • Ages in discussion: Neo-Classical Age, Romantic Age, Victorian Age and Modern Age.

 

The Rise of English Summary in Bengali, রাইজ অব ইংলিশ, The Rise of English Terry Eagleton - Bangla Summary, Try Dot Fulfill.

The Rise of English Summary in Bengali, রাইজ অব ইংলিশ, Try Dot Fulfill.



The Rise of English Summary in Bengali: 

The Rise of English হচ্ছে Terry Eagleton এর একটি সমালোচনামূলক লিখা। তিনি এই রচনাতে ১৮ শতকের ইংরেজীর অবস্থা এবং ১৮ শতক থেকে পরবর্তী সময়ে কিভাবে ইংরেজী পরিবর্তিত হয়েছে, তা বিস্তারিত আলোচনা করেছেন। তিনি Neo classical age, Romantic Age এবং Modern Age এর সাহিত্য এবং এর পরিবর্তন নিয়ে কথা বলেছেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলঃ


The Rise of English: 18th Century: ১৮ শতক-

The Rise of English Terry Eagleton ১৮ শতকের সাহিত্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তখন সাহিত্য শুধু বর্তমান যুগের মত Imaginative বা Creative ছিল না। এটি সমাজের সকল ধরণের লেখাকে অন্তর্ভুক্ত করেছিল। ১৮ শতকের সাহিত্যে অন্তর্ভুক্ত ছিল - Philosophy, History, Essays, Letters, Poems. সাহিত্য তখন গল্প কাহিনীতে সীমাবদ্ধ ছিল না। সাহিত্যে সমাজের উঁচু শ্রেণির প্রতিনিধিত্ব ছিল। এজন্য তখনকার সাহিত্যকে বলা হত - Polite Letters.

এর আগের শতকে ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয়েছিল রাজতন্ত্রী ও রাজতন্ত্রের বিরোধীদের মধ্যে। তখন সমাজের বিশৃঙ্খলা চরমে পৌঁছে। তখন সাহিত্য সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে একত্রিত করতে ভূমিকা রাখে। মধ্যবিত্ত শ্রেণির সাথে অভিজাতদের মিল করতে ভূমিকা রাখে।


The Rise of English: Romantic Age:

তারপর আসল Romantic Age. এই সময় সাহিত্যে Creativity Imagination চলে আসে। আগের যুগের সাহিত্যের ধারা বদলে যায়। কবিতা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে। অনেক কবিও রাজনীতির সাথে জড়িত ছিলেন। তখন সাহিত্যে Aesthetics বা নান্দনিকতার যাত্রা শুরু হয়।


The Rise of English: Victorian Age:

তারপর আসল Victorian Age. তখন বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে ধর্মের গুরুত্ব কমে। মানুষ ধর্মীয় নৈতিকতা, একতা থেকে বিচ্যুত হয়। তখনই সাহিত্য ধর্মের জায়গা নেয়। সমাজে নৈতিকতা ছড়ায় এবং মানুষে মানুষে সম্পর্ক তৈরিতে কাজ করে।

* Scrutiny - এটি একটি ত্রৈমাসিক সাহিত্য সমালোচনার সময়িকী ছিল। সাহিত্যে এটি অনেক অবদান রাখে।


* লিখাটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানালে খুশি হব।




Read More: 

The Study of Poetry Summary in Bengali.

The Metaphysical Poets Summary in Bengali.

Culture and Imperialism Summary in Bengali.

24 Comments

Comment Here:

  1. Noteworthy description. Best of luck.

    ReplyDelete
  2. Thanks a lot,, atota easy kore likhar jonno ,,jodio ata onk hard mone hoyechilo but akhn mone hocche onekta easy,, 😊😊

    ReplyDelete
    Replies
    1. Most Welcome.
      Thanks for commenting. You can also see our lecture.

      Delete
  3. may Allah help u forever ❤️

    ReplyDelete
  4. Thanks a lot dear brother.... Great work! This is very helpful

    ReplyDelete
  5. great work,thanks a lot,
    I want this summary in English

    ReplyDelete
    Replies
    1. MOST WELCOME. SEE ENGLISH SUMMARY OF THE RISE OF ENGLISH IN OUR YOUTUBE CHANNEL - TRY.FULFIL

      Delete
Post a Comment
Previous Post Next Post