SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

The Metaphysical Poets Summary in Bengali | The Metaphysical Poets Bangla Summary | Try Dot Fulfil

The Metaphysical Poets Summary in Bengali, মেটাফিজিক্যাল পয়েটস, The Metaphysical Poets Bangla Summary, The Metaphysical Poets by T S Eliot – Summary in Bangla, Try Dot Fulfil.

 

The metaphysical poets by T.S. Eliot summary,Criticism in Bangla, Try.Fulfill, metaphysical poets bangla summary, metaphysical poets summary in bengali, the metaphysical poets by T S eliot Summary in Bangla, the metaphysical poets, the metaphysical poets bangla, the metaphysical poets in bengali, metaphysical poets bangla, the metaphysical poets by ts eliot, the metaphysical poets by ts eliot bangla, eliot's metaphysical poets, eliot's metaphysical poets in bangla, metaphysical poets lecture,
The Metaphysical Poets Summary in Bengali, The Metaphysical Poets Bangla Summary, Try Dot Fulfil

  • Name: The Metaphysical Poets.
  • Author: T.S. Eliot.
  • Norm: Critical Writing.
  • A review of "Metaphysical Lyrics and Poems of the Seventeenth Century".
  • Published in: London Times Literary Supplement (1921).
  • Topic in discussion: Metaphysical Poetry, Unification of Sensibility, Dissociation of Sensibility, Metaphysical Poets and Modern Age.

 

See: The Metaphysical Poets - Bangla Lecture.  
The Metaphysical Poets - Summary.


The Metaphysical Poets Summary in Bengali:

সংক্ষিপ্ত সামারিঃ by Saiful Munna.

 এই রচনায় লেখক Metaphysical Poetry  সম্পর্কে তার বক্তব্য প্রদান করেছেন। তাছাড়া Unification of Sensibility এর ব্যবহারের পক্ষে কথা বলেছেন। সাথে সাথে Dissociation of Sensibility এর কারণে যে ১৭ শতক থেকে চলে আসা লিখার ধারায় ছেদ পড়েছিল, তা উল্লেখ করেছেন। তারপর  Modern Poets দের তিনি মেটাফিজিক্যাল ধারায় লিখালিখি করার পরামর্শ দিয়েছেন।

 

The Metaphysical Poets Bangla Summary:

বিস্তারিত সামারিঃ by Saiful Munna.


The Metaphysical Poets - লেখক তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন।

১। কোন সংজ্ঞার আলোকে 'মেটাফিজিক্যাল' ধারা তৈরি হবে?

২। সাধারণ লিখার ধারা থেকে মেটাফিজিক্যাল ধারা কতটুকু আলাদা?

৩। Modern Age এ মেটাফিজিক্যাল কবিদের নিয়ে আলোচনা, তাদের লিখা অনুসরণ কতটুকু গুরুত্বপূর্ণ?

 

T.S. Eliot মনে করেন মেটাফিজিক্যাল কবিতার (Metaphysical Poetry) সংজ্ঞা দেয়া খুবই জটিল একটি কাজ।সাধারনত, Herbert, Vaughan, Crashaw, Cowley, Donne এদের লিখা কবিতাগুলোকে বলা হয় Metaphysical Poetry


এই কবিদের মধ্যে সাধারণ কোনো Simile,   Metaphor, conceit ব্যবহৃত হয় নি, যেটির উপর ভিত্তি করে তাদেরকে মেটাফিজিক্যাল (Metaphysical Poets) বলা হবে।  তবে John Donne Cowley এরকম কিছু ডিভাইস তাদের লিখায় ব্যবহার করেছেন।  Donne তার একটি কবিতায় দুইজন প্রেমিক-প্রেমিকাকে একটি কম্পাসের দুই মুখের সাথে তুলনা করেছেন৷ এটি Conceit এর উদাহরণ।(Conceit - দুটি বিপরীতধর্মী বিষয়ের তুলনা)। এক্ষেত্রে Cowley থেকে Donne বেশি দক্ষতা দেখিয়েছেন।


Dr. Johnson প্রথম এই Metaphysical Poetry এর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি Donne, Cowley, Cleveland এসব কবিদের কবিতা আমলে নিয়ে Metaphysical এর সংজ্ঞা দিয়েছেন তিনি সংজ্ঞায় বলেছেন


The most heterogeneous ideas are yoked by violence together.

মানে মেটাফিজিক্যাল কবিরা (Metaphysical Poets) কবিতায় হঠৎ করে বিভিন্ন চিন্তা,অনুভূতিকে একসাথে নিয়ে আসেন। Johnson এটিকে নেতিবাচক হিসেবে তুলে ধরেছেন। Eliot বলেন, যে Johnson মেটাফিজিক্যাল কবিদের (Metaphysical Poets) সমালোচনা করছেন, তার লেখায়ই এরকম বিভিন্ন চিন্তা, অনুভূতি একসাথে জড়ো হয়েছে। Eliot বলেছেন, Johnson মেটাফিজিক্যালের সংজ্ঞা দিতে ব্যর্থ হয়েছেন।


Eliot নিজে মেটাফিজিক্যালের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, এসব কবিদের মেটাফিজিক্যাল নামে আখ্যায়িত করা সঠিক হবে না। কারণ, তারা তাদের আগের যুগের কবিদের ধারায়ই কবিতা লিখে আসছেন।


তবে তিনি মেটাফিজিক্যাল কবিদের (Metaphysical Poets) গুণগুলোর প্রশংসা করেছেন। তারা চিন্তা ও অনুভূতিকে একত্রিত করেছেন। মেটাফিজিক্যাল কবিরা (Metaphysical Poets) চিন্তা, অনুভূতি সবকিছু একত্রিত করে কবিতা লিখেছিলেন। সেখানে কবিতার মানের চেয়ে কবিতায় মানুষের অনুভূতি কতটুকু প্রকাশ পেয়েছে, সেটিকে গুরুত্ব দেয়া হয়েছে।  এটি হচ্ছে Unification of Sensibility.


১৭ শতকে Dissociation of Sensibility এর ধারা শুরু হয়। তখন কবিরা কবিতায় মানুষের অনুভূতিকে গুরুত্ব না দিয়ে ভাষার মান, কবিতার মানকে বেশি গুরুত্ব দেয় এবং একটি থিম/বিষয় নিয়ে কবিতা লিখেন।এটি Unification of Sensibility এর বিরোধী।


তারপর Eliot আধুনিক কবিদের (Modern Poets)  সেই মেটাফিজিক্যাল ধারায় কবিতা লিখাকে অনুসরণ করার পরামর্শ দেন।


The Metaphysical Poets by T S Eliot – Summary in Bangla.

Written by: Saiful Munna, NUBD.

Published by: Try Dot Fulfil English Literature – Channel and Website.

 

* Please comment your opinion about this summary. Thank you.




Read More: 

The Study of Poetry Summary in Bengali.

The Rise of English Summary in Bengali.

Culture and Imperialism Summary in Bengali.

5 Comments

Comment Here:

Post a Comment
Previous Post Next Post