Medea – Summary in Bengali, Medea Bangla Summary, Medea by Euripides Summary in Bangla, Phaedra - Summary in Bengali, Phaedra Bangla Summary, Phaedra by Seneca Summary in Bangla, The Frogs - Summary in Bengali, The Frogs Bangla Summary, The Frogs by Aristophanes Summary in Bangla, Iliad - Summary in Bengali, Iliad Bangla Summary, Iliad by Euripides Summary in Bangla, Agamemnon - Summary in Bengali, Agamemnon Bangla Summary, Agamemnon by Aeschylus Summary in Bangla, Try Dot Fulfil.
Medea – Summary in Bengali, Medea Bangla Summary, Medea by Euripides Summary in Bangla.
Medea – Summary in Bengali, Medea Bangla Summary, Try Dot Fulfil. |
- Name - Medea.
- Author – Euripides.
- Genre – Tragedy. (Classical Greek).
- Setting – Corinth (Greek city state).
Medea Bangla Summary: Character
list:
- Medea: Princess of Colchis, a sorceress.
- Jason: Son of Aeson, husband of Medea and Glauce.
- Creon: King of Corinth, father of Glauce.
- Aegeus: King of Athens, friend of Medea.
- Nurse: Servent of Medea.
- Tutor: Tutor of Medea’s children.
- Messenger: Brings news of Creon and Glauce’s death.
Medea Summary in Bengali:
By Saiful Munna.
Colchis এর রাজকুমারী Medea, Jason কে বিয়ে করার জন্য নিজের ভাইকে হত্যা করেন এবং
নিজের রাজ্য ত্যাগ করে Corinth
এ আসেন। Jason এখানে এসে Corinth এর রাজা Creon এর মেয়ে Glauce কে বিয়ে করেন। যদিও তার স্ত্রী
সন্তান ছিল। Medea এ সংবাদ শুনে
দুঃখিত হন এবং Creon ও তার মেয়েকে
হত্যার পরিকল্পনা করেন। এদিকে Creon
মেয়ের নিরাপত্তার জন্য Medea
কে সন্তানসহ তার রাজ্য
ত্যাগ করতে বলেন।Medea তার কাছে একদিন সময় চান।Creon তা মঞ্জুর করেন।
Jason এসে Medea কে বলেন, তার এবং সন্তানদের লাভের জন্য তিনি Glauce
কে বিয়ে করেছেন।Medea
তাকে প্রত্যাখ্যান করেন এবং নিজের ইচ্ছা পূরণের জন্য
তার সাথে ভাল ব্যবহার করেন। Glauce কে উপহার প্রদানের জন্য সন্তানদের নিয়ে যেতে বলেন এবং Jason রাজি হন।
Apollo এর মন্দিরে Athens
এর রাজা Aegeus এর সাথে Medea র দেখা হলে Medea তাকে সন্তান লাভে সাহায্য করবেন বলেন এবং Aegeus
তার রাজ্যে তাকে স্বাগত
জানান।
Medea, রাজা Creon এর মেয়ে Glauce কে একটি গাউন ও মুকুট উপহার দেন, যা বিষযুক্ত ছিল। এগুলো পরার সাথে সাথে Glauce
মারা যান। Medea এর জাদুর মাধ্যমে গাউন তার মাংস খায় এবং মুকুট
চুলে আগুন লাগিয়ে দেয়। রাজা Creon তাকে জড়িয়ে ধরলে তিনিও মারা যান। মৃত্যু সংবাদ Medea
শুনতে পেয়ে তার নিজের সন্তানদের ঘরে ঢুকান এবং স্বামীকে কষ্ট দেয়ার জন্য তাদের মেরে ফেলেন|Jason সন্তানদের বাঁচাতে আসলে দেখেন Medea ছাদে উঠে Dragon এর উপর চড়ে Athens এর রাজার কাছে যাচ্ছেন। Jason তাকে অভিশাপ দিলে Medea বলেন, সন্তানদের মৃত্যুর জন্য তিনি দায়ী নন, Jason
এর যৌন ইচ্ছা দায়ী।
*
আমাদের ইউটিউব চ্যানেলে (Try Dot Fulfil) নাটকটির লেকচার দেখতে পারেন।
Phaedra - Summary in Bengali, Phaedra Bangla Summary, Phaedra by Seneca Summary in Bangla.
Phaedra - Summary in Bengali, Phaedra Bangla Summary, Try.Fulfill |
- Name: Phaedra.
- Author: Seneca.
- Genre: Tragedy.
- Based on: “Hippolytus” – Euripides.
Phaedra Bangla Summary:
Character list:
- Phaedra: Queen of Athens.
- Hippolytus: Stepson of Phaedra.
- Theseus: King of Athens.
- Nurse: Oenone, confidante of Phaedra.
Phaedra Summary in
Bengali:
By Saiful Munna.
রাজা Theseus এর প্রথম স্ত্রী Antiope এর সন্তান Hippolytus. Hippolytus বনে শিকারে চলে গেলে তার সৎ মা Phaedra বিচলিত হয়ে পড়েন। তার স্বামী Theseus
ইতোমধ্যে Underworld এ গিয়েছেন Persephone কে ধরার জন্য। তিনি মনে করছেন তার স্বামী
আর ফিরে আসবেন না। তাই তিনি তার সৎ ছেলের প্রতি আসক্ত হয়ে পড়েন। নার্সের সাথে
তিনি দীর্ঘ আলোচনা করেন। Hippolytus কে না পেলে তিনি আত্মহত্যা করবেন সিদ্ধান্ত
নিলে নার্স তাকে সাহায্য করার আশ্বাস দেন।
Hippolytus শিকার থেকে ফিরে এসে
মাকে বিমর্ষ দেখে কারণ জিজ্ঞেস করেন। তিনি ছিলেন নারী বিরোধী এবং নারীর সঙ্গ তিনি ঘৃণা
করতেন। নার্স তাকে নারীর সঙ্গলাভের উপকারীতা বোঝান। মার সাথে কথা বললে মা বলেন, বাবার জায়গা তাকে পূরণ করতে হবে। Hippolytus তা মেনে নেন। কিন্তু যখন Phaedra তাকে বিয়ে করার কথা বলেন, তখন তিনি রেগে যান এবং তলোয়ার বের করেন। সৎ মা আত্মহত্যাই কামনা করছেন বুঝতে পেরে
তিনি তলোয়ার ফেলে জঙ্গলে চলে যান।
নার্সের পরামর্শে রানী জনগণকে ডেকে বলেন, Hippolytus
তাকে ধর্ষণের চেষ্টা করেছে। এর মধ্যে Theseus ফিরে আসেন Underworld থেকে। তিনি কি হয়েছে জানতে পেরে Hippolytus কে অভিশাপ দেন। পরপরই সংবাদবাহক Hippolytus এর মৃত্যুর সংবাদ নিয়ে আসে। Chorus তখন মন্তব্য করে, ভালো মানুষ মন্দ ভোগ করে আর মন্দ মানুষ
ভালো ভোগ করে। Hippolytus এর লাশ আনা হলে Phaedra
সত্য প্রকাশ করেন এবং নিজে তলোয়ার দিয়ে
আত্মহত্যা করেন। রাজা স্ত্রীর
লাশকে যত গভীরে পারা যায় কবর দিতে আদেশ দেন। তাদের সৎকারের মধ্য দিয়ে নাটক শেষ হয়।
*
আমাদের ইউটিউব চ্যানেলে (Try Dot Fulfil) নাটকটির লেকচার দেখতে পারেন।
The Frogs - Summary in Bengali, The Frogs Bangla Summary, The Frogs by Aristophanes Summary in Bangla.
The Frogs - Summary in Bengali, The Frogs Bangla Summary, try.fulfill |
- Name: The Frogs.
- Author: Aristophanes.
- Genre: Stage comedy.
The Frogs Bangla Summary:
Character list:
- Dionysus: God of drama, wine and revelry in Greek religion.
- Xanthias: Slave of Dianysus.
- Heracles: A strong man of Greece, went to the underworld.
- Euripides: Greek playright.
- Hades: God of the underworld.
- Plato: king of the underworld.
- Aeschylus, Sophocles, Charon and so on.
The Frogs Summary in
Bengali:
By Saiful Munna.
গ্রিক Drama, Wine, Revelry
এর দেবতা Dionysus গ্রিক নাটকের পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে Underworld থেকে একজন মৃত নাট্যকারকে আনার পরিকল্পনা করেন। তার সাথে যাত্রা করেন তার দাস Xanthias. Underworld বা Hades
এর পথনির্দেশ পেতে তারা Hercules এর কাছে যান, যিনি কিছুদিন আগে Hades এ গিয়েছিলেন তিন মাথাওয়ালা কুকুর
Cerberus কে ধরতে। Hercules এর কাছ থেকে পথ জেনে নিয়ে রওয়ানা দেন
তারা। পথে তারা একটি হ্রদ পান যেখানে দাস হওয়ার কারণে Xanthias নৌকায় উঠতে পারেন নি। নৌকায় উঠার পর Dionysus
একদল ব্যাঙ দেখতে পান। তিনি পরীক্ষা করেন কোন ব্যাঙ সবচেয়ে জোরে ডাকে।
হ্রদ পার হয়ে তারা
দুজন মিলিত হন এবং Empusa নামক দৈত্যের মুখোমুখি হন। তারা একটি chorus এরও সম্মুখীন হন। সবশেষে তারা Hades
এ যান। গেটের দারোয়ান Aeacus, Dionysus এর কাপড় দেখে তাকে Hercules মনে করেন এবং তিন মাথাওয়ালা কুকুরের চুর সাব্যস্ত করেন। মার খাবেন ভেবে Dionysus, Xanthias এর সাথে কাপড় বদলান। এখন Xanthias কে Hercules ভেবে এক সুন্দরী মেয়ে তার এবং তার সাথী অন্য
মেয়েদের রুমে নিয়ে যায়। Dionysus এটি দেখে আবার কাপড় বদলান। এবার হোটেলের
কর্মীরা তাকে Hercules
ভেবে খাবার চুরির জন্য মারার হুমকি দেয়।
তখন আবার তিনি কাপড় বদলান। এবার দুজনই Hercules
হিসেবে চাবুকপেটা হন।
অবশেষে তারা স্বাগত
হন Hades এ। তখন দুজন কবি Euripides এবং Aeschylus
তাদের শ্রেষ্ঠত্য প্রতিযোগিতায় নামেন। Hades
এর রাজা Pluto, Dionysus কে বিচারক নিযুক্ত করেন। তিনটি প্রতিযোগিতা হয়। প্রথমে দুই লেখক একে অপরের লিখার সমালোচনা করেন ও
খুঁত খুঁজে বের করেন। তারপর তাদের জ্ঞান পাল্লায় মাপা হয়। তারপর তারা এথেন্সের
জনগণকে উপদেশ দেয়ার প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতায় Aeschylus বিজয়ী হন। তখন Pluto, Aeschylus কে পৃথিবীতে পাঠান এবং Sophocles কে Hades
এর রাজকবি নিযুক্ত করেন।
* আমাদের ইউটিউব চ্যানেলে (Try Dot Fulfil) নাটকটির লেকচার দেখতে পারেন।
Iliad - Summary in Bengali, Iliad Bangla Summary, Iliad by Homer Summary in Bangla.
Iliad - Summary in Bengali, Iliad Bangla Summary, Try Dot Fulfill |
Iliad Bangla Summary: Character List:
- Greeks:- Agamemnon, Achilles, Chryseis, Menelaus, Helen, Odysseus (Ulysses), Ajax, Diomedes, Patroclus, Nestor, Briseis.
- Gods with Greeks:- Hera (Juno), Athena (Minerva), Poseidon (Neptune), Hephaestus, Thetis.
- Trojans:- King Priam, Hector, Paris, Hecuba, Aeneas, Sarpedon.
- Gods with Trojans:- Zeus (First neutral, then with Trojans), Aphrodite (Venus), Apollo, Ares (Mars), Artemis (Diana).
Iliad Summary in Bengali: ইলিয়াড:
By Saiful Munna.
- (দ্বন্দযুদ্ধ: যে যুদ্ধে দুজন যুদ্ধ করে আর বাকিরা দেখে।)
দেবী Aphrodite এর সহায়তায় ট্রয়ের প্রিন্স Paris গ্রিক বীর Menelaus এর স্ত্রী Helen কে অপহরণ করে নিয়ে আসেন।
গ্রিকরা Helen কে উদ্ধারের জন্য দশ বছর ট্রয় অবরোধ করে যুদ্ধ করে। Menelaus এর ভাই Agamemnon গ্রিকদের সেনাপ্রধান হিসেবে যুদ্ধ করেন।
অদিকে ট্রোজানদের নেতৃত্ব দেন Paris এর ভাই বীর Hector. Chryseis কে Agamemnon যুদ্ধে প্রাপ্ত যৌনদাসী হিসেবে ভোগ করা
শুরু করলে গ্রিকদের উপর মহামারী নেমে আসে দেবতা Apollo এর পক্ষ থেকে। কারণ Chyseis এর বাবা এপলো এর পুরোহিত ছিলেন এবং তার মেয়ের
জন্য প্রার্থনা করেছিলেন।
Plague থেকে বাঁচতে Agamemnon, Chryseis কে ছেড়ে দেন। তবে বীর Achilles এর ভাগে প্রাপ্ত Briseis কে কেড়ে নেন। Achilles এতে ক্ষিপ্ত হয়ে যুদ্ধ ত্যাগ করেন এবং
তার মা দেবী থেটিসকে বলেন দেবরাজ Zeus
কে সম্মত করতে, যাতে তার নিজের দল গ্রিকরা পরাজিত হয় - যতক্ষণ না Achilles
যুদ্ধে যোগ দেন।
যুদ্ধ শুরু হয়। Menelaus এবং Paris
এর মধ্যে দ্বন্দযুদ্ধ হয়। দেবী Aphrodite
এর সহায়তায় Paris রক্ষা পান এবং যুদ্ধ ছেড়ে Helen এর সাথে যৌন কর্ম শুরু করেন। উল্লেখ্য, Helen তার প্রথম স্বামী Menelaus এর পক্ষে ছিলেন। চরম যুদ্ধ শুরু হলে গ্রিক বীর Diomedes
দেবী Athena
এর সহায়তায় অনেক ট্রজানকে হত্যা করেন।
বীর Ajax
এবং Hector
এর মধ্যে দ্বন্দযুদ্ধ হয়। গ্রিকরা তাদের
জাহাজের পাশে দেয়াল তৈরী করে। Zeus এর সহায়তায় Hector ব্যাপকভাবে গ্রিকদের হত্যা করেন।
Agamemnon পরাজয় জেনে Achilles
কে তার Brisels কে ফিরিয়ে দেয়ার এবং পুরস্কার দেয়ার বিনিময়ে যুদ্ধে অংশ
নিতে বলেন।
Achilles তা প্রত্যাখ্যান করেন এবং তার বন্ধু Patroclus আবার তাকে আমন্ত্রণ করেন। Achilles নিজে অংশ না নিয়ে তার বর্ম দেন Patroclus
কে। Achilles
এর বর্ম পরে Patroclus সাহসের সাথে যুদ্ধ করেন তবে Hector তাকে হত্যা করে বর্ম ছিনিয়ে নেন।
বন্ধুর মৃত্যু সংবাদ শুনে Achilles যুদ্ধে যোগ দেন। তিনি ট্রজানদের তাদের গেটের ভিতর নিয়ে যান এবং Hector কে হত্যা করেন। ট্রয়ের রাজা Priam তার ছেলে Hector এর লাশ নিতে আসেন Achilles এর কাছে এবং Achilles তাকে প্রদান করেন।
* আমাদের ইউটিউব চ্যানেলে (Try Dot Fulfil) নাটকটির লেকচার দেখতে পারেন।
* সামারিগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও সামারি লিখতে উৎসাহিত হব।
This comment has been removed by a blog administrator.
ReplyDelete