SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

The Merchant of Venice Bangla Summary, Character List | Try.Fulfill Bangla

The Merchant of Venice Bangla Summary, Character List, Merchant of Venice Summary in Bengali, The Merchant of Venice, Merchant of Venice Character List Bangla, Try.Fulfill Bangla, Saiful Munna Blog.

The Merchant of Venice Bangla Summary, Character List, Merchant of Venice Summary in Bengali, The Merchant of Venice, Merchant of Venice Character List Bangla, Try.Fulfill Bangla, Saiful Munna Blog.
The Merchant of Venice Bangla Summary, Character List | Try.Fulfill Bangla


The Merchant of Venice Bangla Summary:

সংক্ষিপ্ত সামারী by Saiful Munna:

* দ্য মার্চেন্ট অফ ভেনিস (The Merchant of Venice) উইলিয়াম শেক্সপিয়ারের (William Shakespeare) সেরা নাটকগুলির মধ্যে একটি। এই নাটকে আন্তোনিও (Antonio) নামক একজন খ্রিষ্টান ব্যবসায়ীর কাহিনী বর্ণিত হয়েছে সে শাইলক (Shylock) নামের একজন ইহুদি মহাজন এর কাছ থেকে কিছু টাকা ধার করে কারণ, সে চাচ্ছিল তার বন্ধু বসানিওকে (Bassanio) সাহাজ্য করতে বসানিও পোর্শিয়া (Portia) নামে একজন মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল, তাই তার টাকার দরকার ছিল দুঃখজনকভাবে আন্তেোনিওর ব্যবসায়িক জাহাজ ধ্বংস হয়ে যায়, তখন আন্তোনিও তার ঋণ ফেরত দিতে সক্ষম হয়নি। তাই, শাইলক ঋণ পরিশোধের জন্য আন্তোনিওর এক পাউন্ড মাংস দাবি করে, যা তাদের ঋণের চুক্তিতে উল্লেখ ছিল। যাইহোক, আদালতে বিচার চলে তখন পোর্শিয়া একজন পুরুষের পোশাক পরে সেখানে উপস্থিত হয় এবং আন্তোনিওকে বাঁচায় শেষে শাইলককে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বলা হয় এবং আন্তোনিও তার জাহাজ থেকে তার সম্পদ ফিরে পায়



Merchant of Venice Character List Bangla: 

- Saiful Munna Blog:

Antonio: 
ভেনিসের একজন খ্রিষ্টান ব্যবসায়ী এবং নাটকের প্রধান চরিত্র 
Bassanio: 
আন্তোনিওর বন্ধু সে পোর্শিয়াকে বিয়ে করার জন্য আন্তোনিওর কাছে টাকা সাহায্য চায় 
Leonardo: 
বসানিওর চাকর 
Lorenzo: 
আন্তোনিও ও বসানিওর বন্ধু সে শায়লকের মেয়ে জিসিকাকে ভালবাসে 
Graziano: 
আন্তোনিও ও বসানিওর বন্ধু সে নেরিসাকে বিয়ে করে 
Shylock: 
ইহুদি সুদের ব্যবসায়ী সে এই নাটকের গুন্ডা বা খলনায়ক 
Jessica: 
শাইলকের মেয়ে 
Portia: 
সে নাটকের নায়িকা সে বেলমন্টে থাকে এবং বসানিওকে বিয়ে করে 
Nerissa: 
পোর্শিয়ার বয়স্য (পি এসের মত যে সাথে সাথে থাকে) 

আরো কিছু চরিত্র- Salerio, Solano, Gobbo, Lancelot, the Duke of Venice.


Merchant of Venice Summary in Bengali:

- বিস্তারিত সামারী: by TRY DOT FULFIL

The Merchant of Venice নাটকের কাহিনী ইটালির ভেনিস শহরে শুরু হয় আন্তোনিওর বিষণ্ণ অবস্থায় বসে আছে তার বন্ধুরা তাকে খুশি করার চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে, আন্তোনিও (Antonio) তার প্রিয় বন্ধু বসানিওকে (Bassanio) দেখে খুশি হয় বসানিও আন্তোনিওর কাছ থেকে কিছু টাকা ধার করতে এসেছিল তবে সমস্যা ছিল আন্তোনিও তার সমস্ত টাকা তার জাহাজের পণ্যে বিনিয়োগ করেছিল তাই তার কাছে কোনো টাকা ছিল না


আন্তনিও তার বন্ধুকে ঋণ দিতে না পেরে ঋণ নেওয়ার জন্য একজন ইহুদি মহাজন শাইলকের (Shylock) কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শাইলক ঋণের সুদ মওকুফ করার সিদ্ধান্ত নেয় কিন্তু একটি খুব অস্বাভাবিক শর্ত বলে। আর তা হচ্ছে, আন্তোনিও টাকা ফেরত দিতে ব্যর্থ হলে, শাইলক আন্তোনিওর শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নিবে আন্তোনিও আনন্দের সাথে চুক্তিতে স্বাক্ষর করে। এখানে বন্ধুর উপকারের জন্য অনেক বড় ঝুঁকি নেয়ার মহানুভবতাকে আন্তেোনিও তুলে ধরেছে


বাসানিওকে আন্তনিও টাকা দেয় তারপরে বসানিও বেলমন্টে যায় তার প্রেমিকা পর্শিয়াকে বিয়ে করতে এদিকে পোর্শিয়ার বাবা মেয়ের বিয়ের জন্য এক অদ্ভুত পরীক্ষার আয়োজন করেন তিনি পোর্শিয়াকে বিয়ে করতে ইচ্ছুক পুরুষদের সীসা, রৌপ্য এবং সোনার তৈরি ৩টি কৌটা এর মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে বলেন এই কৌটাগুলির মধ্যে একটিতে পোর্শিয়ার ছবি ছিল নিয়ম হচ্ছে, যে ছবিওয়ালা কৌটা বেছে নিবে সেই পোর্শিয়াকে বিয়ে করবে তখন অনেক রাজপুত্র সঠিক পাত্র বেছে নিতে ব্যর্থ হন।


মার্চেন্ট অফ ভেনিসের পরবর্তী অংশে,

 বাসানিও এর পালা আসে এবং সে সীসার কৌটাটি বেছে নেয় ভাগ্যক্রমে সেটিতেই পোর্শিয়ার ছবি ছিল তাকে পোর্শিয়াকে বিয়ে করার অনুমতি দেওয়া হয় তখন বাসানিওর সঙ্গী গ্র্যাজিয়ানো পোর্শিয়ার বান্ধবী নেরিসাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।


ইতোমধ্যে খবর আসে যে, আন্তোনিও শাইলকের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে কারণ, তার ব্যবসায়ী জাহাজ ডুবে যায় এবং সে তার সবকিছু হারায় এই খবর পাওয়ার পর, বাসানিও এবং গ্রাজিয়ানো উভয়েই বেলমন্ট থেকে রওয়ানা হয় পোর্শিয়া তখন তাদের ৬০০০ ডুকেট(তাদের মুদ্রা) দেয় যাতে তারা ঋণ পরিশোধ করতে পারে এবং আন্তোনিওকে বাঁচাতে পারে। তাদের প্রস্থানের কিছুক্ষণ পর, পোর্শিয়া এবং নেরিসা নিজেদেরকে পুরুষের ছদ্মবেশে সাজায় এবং ভেনিসের দিকে রওয়ানা হয়

এদিকে আন্তোনিওকে গ্রেপ্তার করা হয় এবং বিচারের জন্য ভেনিসের ডিউকের কাছে আনা হয়।


The Merchant of Venice এর পরবর্তী পর্যায়ে, পোর্টিয়া এবং নেরিসা আইনের পোশাক পরে আদালতে উপস্থিত হন যখন বিচারের রায় শুনার জন্য সবাই অপেক্ষা করছিল। পোর্শিয়া অ্যান্টোনিওকে ক্ষমা করার জন্য শাইলকের কাছে অনুরোধ করে, কিন্তু শাইলক চুক্তির কথা জানায় এবং আন্তোনিওর পক্ষে বাসানিওর কাছ থেকে টাকা নিতে অস্বীকার করে তখন ছদ্মবেশে থাকা পোর্শিয়া বলে, শাইলকের দাবি মানা হবে তবে শর্ত হল, আন্তোনিওকে রক্তপাত না করেই এক পাউন্ড মাংস নিকে হবে সে যুক্তি দেয় যে, চুক্তিতে রক্ত বের হবার কথা কোথাও লেখা নেই। তাই শাইলককে রক্ত বের না করে মাংস কাটতে হবে অবশেষে শাইলক তার নিজের চালাকিতে নিজে ধরা পড়ে। আদালত তখন রায় দেয়, শাইলককে শাস্তিস্বরুপ খৃষ্টান ধর্ম গ্রহণ করতে হবে এবং সে কোনো টাকা পাবে না অবশেষে সবাই সুখে বসবাস করে এবং আন্তোনিও তার জাহাজে হারানো সম্পদও ফিরে পায়


Written by: Saiful Munna, Honours in English, NUBD.

Edited by: Try Dot Fulfil English Literature.


* সামারীটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।


The Merchant of Venice Bangla Lecture:




Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post