SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

কবিতা : শেফুদা, সাইফুল মুন্না।

শেফুদা 
সাইফুল মুন্না।
(১৯-০৪-'১৯)
---------
★আর্কটিক থেকে এন্টার্কটিকা
ওশেনিয়া থেকে আমেরিকা,
জংলী জানোয়ার বাস করে কত
আমাজানে আর আফ্রিকা।

★কোথা থেকে যেন এলো এক জন্তু
লোকে বলে তাকে শেফুদা,
মানব সমাজ নাপাক করেছে
জন্মে ধরায় বেহুদা।

★পাগলা গারদে ভরা কত পাগল
কত আছে আরো বাহিরায়,
এই পাগল বেরিয়েছে কবে
ঠাঁই করেছে অস্ট্রিয়ায়।

★শূকরের মত মুখখানি তার
ভরা অশ্লীল অপ কথায়,
একে গালি দেয়,অকে দেয় আর
নেতা নেত্রী নেই কেউ ছাড়।

★ছেড়া মুখ দিয়ে গালি দিল এবার
রহমতে আরাবী,নবীর শান,
ছেঁড়াছিঁড়ি করে পাদুকায় লাগাল
মুক্তির সনদ আল কোরান।

★বলি, কিভাবে ঘুমান আত্ম বিবেক
দেড় শ কোটি মুসলমান,
ব্যাক্তি,রাষ্ট্র কিভাবে সইছে
ধর্মেরই এই অপমান (?)

★ এসো উঠে এসো তখতি উমর
গ্রেট সালাদিন,কালাপাহাড়,
বীর খালিদ আর গজনি মাহমুদ
নাস্তিবাদ করো সন্ন্যাসার।

★ পাগল শেফুর বাড়াবাড়ি যেন
হয়না আর চক্ষুশূল,
পবিত্র এই ধরণী থেকে
অশুচি করো নির্মূল।। 

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post