SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

এক রাজার গল্প / অনেক আগের এক রাজার গল্প । ak-rajar-golpo

এক রাজার গল্প / অনেক আগের এক রাজার গল্প


এক রাজার গল্প / অনেক আগের এক রাজার গল্প

এক রাজার গল্প




একটি গল্প বলি,

        অনেক দিন আগের কথা।
তখন আমি খুব ছোট। সম্ভবত,  তৃতীয় শ্রেণিতে পড়ি।
বাড়ির সামনের বড় উঠোনে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে জুবেরকে স্কুলে নিতে এসেছে। জুবেরের বাবাকে ভয় পায়, তাই তাদের অখানে যাচ্ছে না। সে নাকি ভালো মুরগা খেলে। বললাম, দেখি ত কে জিতে।  জমজমাট একটা খেলা হল । ফলাফলটা অবশ্য মনে নেই। পরে জানলাম, তার নাম " রাজা "।


         আরেকটা গল্প বলি:-
কোনো এক কারণে আমি ছ মাস পর ক্লাস সিক্সে ভর্তি হই। প্রথম যেদিন স্কুলে যাই তখন সবাই অপরিচিত।হেড স্যারের অফিসের সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখি। পরে জানলাম সেও সিক্সে পড়ে, ক্লাসের ক্যাপ্টেন। তার নাম " রাজা "। মনে পড়ল, অনেক আগে একবার মুরগা খেলেছিলাম তার সাথে।


        গল্প বলতে ভালো লাগছে, আরেকটি বলি:-
 ক্লাস সেভেনে পড়ি যখন,  টিফিন পিরিয়ডে নামাজে যাচ্ছিলাম। নদীর পাড়ে বেশ পলি জমেছিল। আমাদের মধ্য থেকে একজন সুন্দর মাটি দেখে সেখানে লাফ দিল।  লাফটা চমৎকার হলেও তাকে টেনে তুলতে বেশ বেগ পেতে হয়েছিল। তুলেছিলাম ' আমিন' আর আমি মিলে।  আর যে লাফ দিয়েছিল, তার নাম "রাজা"।


        শুনছেন যখন, আরেকটা বলি:-
আমি মোবাইলের মালিক হই তখন, যখন ইন্টারে পড়ি। আর আমাদের মাঝে সবচেয়ে কম বয়সে মোবাইলের মালিক যে হয়েছিল,তার নাম "রাজা"।তার কাছ থেকে মোবাইল সম্পর্কিত অনেক  তথ্য পেতাম। এখনও মোবাইল বিষয়ে তাকে বস মানি, কোনো সমস্যা হলেই তাকে কল করি।
তবে "ফেসবুক" জিনিসটা কি এটা বুঝতে আমার অনেক সময় লেগেছিল।(অবশ্য, ইন্টারে পড়ার সময় সাদেক-ফয়সল তৎপরতায় ফেসবুক জগতে প্রবেশ করি)'।


         যাবার আগে আরেকটা শুনেন:-
আমি প্রত্যেক মানুষের কাছ থেকে নির্দিষ্ট কোনো একটা বিষয় শিখি। আমার এক বন্ধু আছে। যার কাছ থেকে আমি নম্রতা কি জিনিস সেটা হাতে কলমে শিখেছি।
জানেন, মানুষের সাথে কিছুদিন থাকলে তার ভিতর-বাহির সব বোঝা যায়।মানুষ যতই গম্ভীর হোক না কেনো,তার বন্ধু কিন্তু তার সবকিছু বুঝতে পারে। তবে আমাদের  এক বন্ধু আছে যার কাছে আপনি যতই ঘনিষ্ট আর খোলামেলা হন,কোনো একটা বিষয় সে লুকিয়ে রাখবে, আপনি আগামাথা অনুমান করতে পারবেন না। তার নাম "রাজা"।

এত লম্বা গল্প কেনো পড়লেন জানেন?
যার গল্প বললাম, আজকে তার জন্মদিন। "

 একটা ঝকঝকে ভবিষ্যৎ আশা করছি, শুভ জন্মদিন 'রাজা'।
(২০-০৮-'১৯. রাত্রি ১.৩২ মিনিট।)

2 Comments

Comment Here:

Post a Comment
Previous Post Next Post