SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

প্রাচীন সৌন্দর্য - গ্রামকে নিয়ে একটি কবিতা।


saifulmunna, saiful munna, try dot fulfil
কবিতা: প্রাচীন সৌন্দর্য; Saiful Munna


প্রাচীন সৌন্দর্য - গ্রামকে নিয়ে একটি কবিতা।

- সাইফুল মুন্না।


        চাঁদ থেকে ছিটকে পড়া
আলোর সাথে,
        ঝিঁ ঝিঁ পোকার গুনগুন করা
সুরের তাল;


        মিটমিট করা সমান্তরাল তিনটি
তারার সাথে,
        ধ্রুবতারার একচোখে তাকিয়ে থাকা
নির্লজ্জ চাহনী;


        রুপালি আলোয় ডুবে থাকা নিস্তব্ধ
বৃক্ষরাজির সাথে,
        নিশীথিনীর শুভ্র আঁচলে মুড়ি দিয়ে
ঘুমন্ত প্রাণিগুলো;


saiful munna, bangla kobita, amar gram
Bagirghat ,বাগিরঘাট গ্রাম



        সৌন্দর্যের রুপমিশ্রিত শরাব দিয়ে
চেতনাকে করে মোহিত,
        দৃষ্টিশক্তিকে একাকার করে ভুলিয়ে দেয়
ঘুম নামক চেতনাকে।


        তখন নিশী-দিবা ব্যবধান ভুলে
সৌন্দর্যবোধ
        আচ্ছন্ন করে ফেলে পুরো স্মৃতিকে
আর স্মৃতি
        একবাক্যে ধুয়া তুলে মন্ত্রমুগ্ধ হয়ে


" এ আমার প্রাচীন সৌন্দর্য,

           প্রাচীন মোহ,এ আমার

 জোছনাস্নাত গ্রাম,আমার আত্মা"।





[ ১২-১১-'১৯, রাত্রি ১২ টা, বিষয়: পূর্ণিমা]

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post