SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

৮১টি গম্বুজ,তাহলে কেন ষাট গম্বুজ মসজিদ বলা হয় ?


ষাট গম্বুজ মসজিদে ৮১টি গম্বুজ,তাহলে কেন  ‘ষাট গম্বুজ মসজিদ’ বলা হয় ?


                    বাংলাদেশের বিখ্যাত মসজিদ ষাট গম্বুজ মসজিদ,যেটি ইউনেস্কোর ওয়ার্লড হেরিটেজের অন্তর্ভুক্ত। মসজিদটির বিশেষত্ব হচ্ছে এটির ছাদে একাশিটি গম্বুজ রয়েছে এবং পুরো মসজিদে মধ্যযোগীয় নির্মাণশৈলীর সুষম প্রয়োগ ঘটেছে।


            তৎকালীন প্রশাসক ও ইসলাম প্রচারক খান জাহান আলী নির্মাণ করেন এটি।
মসজিদের ছাদ হচ্ছে অর্ধডিম্বাকৃতির আয়তাকার ৭৭ টি গম্বুজের সমষ্টি । তাছাড়া চারপাশের মিনারে আরও ৪টি গম্বুজ রয়েছে। মসজিদে  সর্বমোট গম্বুজের সংখ্যা ৮১ টি


            মসজিদের পুরো ছাদ গম্বুজে ভরা ছিল, তাই একে "ছাদ গম্বুজ মসজিদ" বলা হত।কেউ কেউ বলেন,কালক্রমে এটি পরিবর্তিত হয়ে "ষাট গম্বুজ" নাম নেয়।



সূত্র: কারেন্ট এফেয়ার্স, জুন ২০১৯।




৮১টি গম্বুজ,তাহলে কেন ষাট গম্বুজ মসজিদ বলা হয়
৮১টি গম্বুজ,তাহলে কেন ষাট গম্বুজ মসজিদ বলা হয়?


Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post