Importance of Being Earnest – Bangla Summary, Importance of Being Themes in Bangla, Importance of Being Earnest Character list in Bangla | Saiful Munna.
Importance of Being Earnest – Bangla Summary, themes, character list. |
The Importance of
Being Earnest `অস্কার উইল্ডের' একটি নাটক
যেখানে দুইবন্ধু- জ্যাক এবং অ্যালগারনের জীবনের রোম্যান্টিকতাকে তুলে ধরা হয়েছে।
Importance of Being Earnest – Bangla Summary (Short summary):
• জ্যাক ‘আর্নেস্ট’ নামে একজন কল্পনার ভাই তৈরী করেন, যার নামধারণ করে তিনি শহরে চলাফেরা করেন।
• জ্যাক তার বন্ধু ‘অ্যালগারনের’ ফুফাত বোন ‘গয়েনডলেনের’ সাথে প্রেম করে, তবে মেয়ের অভিভাবক, লেডি ব্র্যাকনেল জ্যাকের পিতামাতা অজানা হওয়ার কারণে(সে এতিম) সেটি মেনে নেন নি।
• অ্যালগারন জ্যাকের গ্রামের বাড়ি পরিদর্শন করেন ‘আরনেস্ট’ নামধারণ করে, যাতে জ্যাকের ওয়ার্ড(যে মেয়েকে সে দেখাশোনা করে) সিসিলির সাথে প্রেম করতে পারেন।
• জ্যাক এবং অ্যালগারননের ভন্ডামি প্রকাশিত হয়, তবে সিসিলি এবং গোয়েনডোলেন
তাদের ক্ষমা করেন। সবশেষে তাদের মিলন হয়।
সিসিলির গৃহশিক্ষক মিস প্রিজম প্রকাশ করেন যে, জ্যাক আসলে লেডি
ব্র্যাকনেলের ভাইয়ের হারিয়ে যাওয়া ছেলে আর্নেস্ট।
Importance of Being Earnest – Summary in Bengali (Full Summary by Saiful Munna):
একজন তেলতেলে তরুণ জন জেক ওয়ার্থিং হলেন নাটকের নায়ক। একজন কল্পিত ভাই, "আর্নেস্ট" এর
আবিষ্কারক তিনি, যার নামধারণ করে সময়ে সময়ে জেক
তার গ্রামের বাড়ি ছেড়ে লন্ডনে যাত্রা করেন এবং সব খারাপ কাজ করেন। সেখানে তিনি তার ঘনিষ্ঠ
বন্ধু এবং সমবয়সী ব্যক্তি অ্যালগারন এর সাথে থাকেন। মনক্রিফ অ্যালগারনের এক ফুফাত বোন ‘গোয়েনডোলেন ফেয়ারফ্যাক্স’ এর সাথে জেকের গভীর প্রেম হয়। লন্ডনে অবস্থানকালে জেক ‘আর্নেস্ট’ নামধারণ করে গয়েনডোলেনের প্রেম অর্জন করেছিলেন। কারণ গয়েনডলেন ‘আর্নেস্ট’ নাম ছাড়া অন্য কোনো নামের মানুষকে বিয়ে করতে চান নি। । কিন্তু যখন তিনি মেয়ের মা ‘লেডি ব্র্যাকনেলের’ কাছে গওয়েনডোলেনকে চাইবেন, তখন লেডি তা মেনে নেন নি। কারণ, জেক ছিলেন একজন
পালিত সন্তান। রেললাইনে একটি হ্যান্ডব্যাগ এ ছোটবেলায় তাকে কুড়িয়ে পাওয়া যায়। এটি লেডি ব্র্যাকনেলের কাছে খুব বিরক্তিকর, তাই তিনি বিয়েতে
সম্মতি দিতে পারেন নি।
See more: Honours 4th Year - Bangla Lectures>
গ্রামে ফিরে জেক তাঁর ওয়ার্ড ‘সিসিলি কার্ডিও’ (যাকে দেখাশোনার দ্বায়িত্ব ছিল জেকের উপর) এবং তাঁর গভর্নিস ‘মিস প্রিজমের’ সাথে থাকেন। জেক দেখতে পান যে, অ্যালগারনও তার কল্পনার ভাই আর্নেস্টের পরিচয়ধারণ করে গ্রামে চলে এসেছেন। অ্যালগারন সুদৃশ্য সিসিলির প্রেমে পাগল হয়ে যান। অ্যালগারনন এর মিথ্যা ‘আর্নেস্ট’ পরিচয়ে বিশ্বাস করে
সিসিলিও তার সাথে প্রেম শুরু করেন। তিনি দীর্ঘদিন ধরে এই রহস্যময়, মনোমুগ্ধকর আর্নেস্ট এর কথা
ভেবেছেন।
লেডি ব্র্যাকনেল এবং
গওয়েনডোলেনের আগমনের সাথে সাথে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এটি আবিষ্কার হয় যে, আধপাগল মিস প্রিজম বিশ বছর আগে লেডি ব্র্যাকনেলের ভাইয়ের ছেলেকে
ভিক্টোরিয়া স্টেশনে ভুল করে ফেলে এসেছিল। সুতরাং জেক, যার প্রকৃত নাম আর্নেস্ট, তিনি হলেন আলগারননের বড় ভাই এবং লেডি তার ফুফু। সবশেষে নাটকটি দুটি দম্পতির মিলনের মাধ্যমে শেষ হয়।
Importance of being earnest Bangla: Themes:
Importance of Being
Earnest Themes in Bangla: Manners
and Sincerity:
Importance of Being
Earnest র লেখক
Oscar Wilde সমাজে থাকা ভন্ডামিগুলোর
সমালোচনা করেছেন। ভিক্টোরিয়ান সমাজের লোকেরা নিজেদেরকে সচেতন, নম্র হিসেবে দেখাত।
আসলে তারা ছিল ধান্দামিপূর্ণ এবং খারাপ চরিত্রের মানুষ। লেডি ব্রেকনেল যখন জানতে
পারেন, সিসিলি একজন ধনী মেয়ে, তখন তাকে সমাদর করতে থাকেন। নাটকে দুজন নায়িকাই Earnest - আরনেস্ট (আন্তরিক) নামের মানুষকে বিয়ে করতে চান। দুজন
নায়কই মিথ্যা বলেন। সবশেষে জেক শিকার করেন তিনি মিথ্যা বলেছেন। সমাজের এই
সত্য-মিথ্যা, আসল-ভন্ডামী এই বিষয়গলোকে ওয়াইল্ড তুলে ধরেছেন।
Importance of Being
Earnest Themes in Bengali:
Dual Identities: by Saiful Munna.
ভিক্টোরিয়ান সমাজের একটি
বৈশিষ্ট্য হচ্ছে পরিচয় গোপন করা। পরিচয় গোপন করে তখন সমকামীতা, অবৈধ যৌন কাজ করা
হত। নাটকে জেক তার কুকর্ম ঢাকতে অন্য নাম ব্যবহার করে।
Importance of Being
Earnest Themes in Bangla: Criticism of Marriage:
Importance of Being
Earnest নাটকে সিসিলি ও গয়েনডলেন
সমাজের সাধারণ বিবাহের নিয়ম ভেঙে এলগারনন এর মত শয়তান ও জেক এর মত এতিমকে বিয়ে
করতে চায়। লেডি সেথানে অর্থবিত্তকে বড় মনে করে জেক কে মেনে নিতে পারেন নি। এটা
ভিক্টোরিয়ান সমাজের বিবাহ প্রথাকে চিত্রায়িত করে।
Importance of Being
Earnest Bangla Themes: Idleness
of Aristocrats:
Importance of Being
Earnest (Bangla) নাটকে এলগারনন শুধু
খাওয়া, জুয়া খেলা ও গল্প করা ছাড়া আর কোনো কাজ করে না। সে Cucumber Sandwich (শসার সেন্ডউইচ) না খেতে পেরে চিন্তিত
হয়ে পড়ে। তার মাধ্যমে লেখক অভিজাত সমাজের অলসতা এবং কার্যহীনতাকে তুলে ধরেছেন।
Importance of Being Earnest Characters in Bangla:
Jack: নাটকের নায়ক। তাকে ছোটবেলায় রেললাইনে খুঁজে পাওয়া যায়। সে
গ্রামে থাকে এবং নকল আরনেস্ট নাম ধারণ করে শহরে যায়।
Algernon: সে একজন অলস। সেও আরনেস্ট নাম ধারণ করে এবং গ্রামে যায়।
Lady Bracknell: গয়েনডলেন এর মা। তিনি নাটকের গুন্ডি। সবশেষে জানা যায়,
তিনি জেকের খালা।
Gwendolen Fairfax: লেডি এর মেয়ে। সে জেক এর প্রেমিকা।
Cecily Cardew: সে ধনী মেয়ে। মিস প্রিজম ও জেক তার দেখাশোনা করে। সে
এলগারনন এর প্রেমিকা।
Miss Prism: তিনি সিসিলি এর গৃহশিক্ষিকা। পাদ্রি চসুবলকে তিনি
ভালবাসেন।
Chasuble: তিনি একজন পাদ্রি। প্রিজমকে তিনি পেয়ার করেন।
Merriman: সে জেক এর প্রধান পরিচালক (খানসামা) ।
Lane: সে এলগারনন এর প্রধান পরিচালক (খানসামা) ।
Written by: Saiful Munna. Honours in English. NUBD.
Thanks for Importance of being earnest summary in Bangla
ReplyDelete