SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

Words by Sylvia Plath - Summary in Bengali | Try.Fulfil

Words by Sylvia Plath - Summary in Bengali, Words Bangla Summary, Words by Sylvia plath Summary in Bangla, try.fulfil, Saiful munna blog.

কবি Sylvia Plath তার মৃত্যুর মাত্র দশদিন আগে Words কবিতাটি রচনা করেন। উল্লেখ্য, কবি Sylvia Plath বিয়ের পর তার স্বামী কবি Ted Hughes এর পরকিয়া সহ্য করতে না পেরে গ্যাস সিলিন্ডারে আগুন জ্বালিয়ে আত্বহত্যা করেন। তাদের দুটি সন্তানও ছিল।


Words by Sylvia Plath - Summary in Bengali, Words Bangla Summary, Words by Sylvia plath Summary in Bangla, try.fulfil, Saiful munna blog,
Words Bangla Summary, Try.Fulfil


Words কবিতায় কবি Sylvia Plath তাঁর কবি প্রতিভা, কবিত্বের শক্তি বর্ণণা করে॥ সাথে সাথে তিনি এটা আশা করেন যে, মৃত্যুর পর তিনি না থাকলেও তাঁর কবিতাগুলো বেঁচে থাকবে।

Words কবিতাটি ৪টা স্তবকে রচিত, যার প্রত্যেক স্তবকে ৫টি করে লাইন রয়েছে। কবি এখানে বিভিন্ন ধরণের Imagery ব্যবহার করেছেন। যেমন: Horses, water, the Mirror, stars etc. (Imagery হচ্ছে এমন কিছু শব্দ যা মানুষের ইন্দ্রিয়কে নাড়া দেয় এবং মানুষের চিন্তায় তার ছবি তৈরী করে)

 

Words Bangla Summary:

(Short Summary by Saiful Munna)


Words কবিতাটি কবি Axes শব্দ দিয়ে শুরু করেন। কবি কাগজে লেগে থাকা শব্দকে - কাঠে লেগে থাকা কুঠারের সাথে তুলনা করেছেন।

Words কবিতায় কবি তার কবিতা লেখার সৃজনশীল শক্তিকে Horse imagery এর মাধ্যমে ঘোড়ার প্রবল শক্তির সাথে তুলনা করেছেন।

তারপর কবি WordsWelling Sap এবং Rock এর উদাহরণ দেন। পানি যেমন পাথরের উপর দিয়ে যাওয়ার সময় পাথরের উপর কর্তুত্ব করতে চায়, তেমনি কবি শব্দ/কবিতার উপর কর্তৃত্ব করতে চান।

তারপর কবি বলেন, যখন তিনি মারা যাবেন (fixed stars govern life), তখন তার শব্দ/কবিতাগুলো বেঁচে থাকবে।

সর্বোপরি কবিতাটির মাধ্যমে কবি তার সৃজনশীল শক্তি/কবিতা সৃষ্টির শক্তি খেকে মৃত্যু এবং হতাশার দিকে ধাবিত হওয়ার আবেগময় বর্ণণা দেন।

 

Words by Sylvia Plath - Summary in Bengali:

(Full Summary by Try Dot Fulfil)


সম্পূর্ণ সামারিটি নিচের ভিডিও থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন।

 


** সামারিটি সম্পর্কে কমেন্টে আপনার মতামত জানালে খুশি হব।

 

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post