SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

Preface to the Lyrical Ballads Bangla Summary | প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস | Saiful Munna

Preface to the Lyrical Ballads - Bangla Summary | প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস | Preface to Lyrical Ballads - Summary in Bengali | Saiful Munna.


কবি ওয়ার্ডসওয়ার্থ (Wordsworth) এবং তাঁর বন্ধু কবি কোলেরিজ (Coleridge) মিলে গীতিকবিতা বা Lyrical Ballads নামক  কবিতার একটি বই লিখেন। preface to Lyrical Ballads হচ্ছে সেই বইয়ের ভূমিকা। এই preface to Lyrical Ballads নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এখানে মূলত কিভাবে একজন কবি কবিতা লিখবেন, এটা বিস্তারিত বলা হয়েছে।


preface to lyrical ballads summary in Bengali, saiful munna
preface to the lyrical ballads - Bangla summary, preface to lyrical ballads - summary in Bengali


 

preface to Lyrical Ballads বা লিরিক্যাল ব্যালাডসের ভূমিকায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাঁর theory of poetry (কবিতার তত্ত্বের) রূপরেখা দিয়েছেন। তিনি যুক্তি দেন যে, literary devices (সাহিত্যে ব্যাবহৃত কিছু টার্ম/বিষয়), লেখকদের কার্যকরভাবে তাদের লেখা পাঠকের কাছে গ্রহনযোগ্য করে তোলার কাজকে কঠিন করে তোলে।

* Literary devices এর একটি উদাহরণঃ personification- কোনো নির্জীব বস্তুকে জীবিতদের মত তুলনা। যেমনঃ ‘তোমার আঁচল আমার হৃদয় স্পর্শ করল’।


Preface to the Lyrical Ballads - Short Bangla Summary:


  • ü  এই অধ্যায়ে ওয়ার্ডসওয়ার্থ lyrical ballads (গীতিকাব্য) লেখার বিষয়ে তার তত্ব দিয়েছেন। তিনি দৃভাবে দাবি করেন যে, কবিতাকে অবশ্যই nature and human experience (প্রকৃতি এবং মানুষের জীবনের অভিজ্ঞতা) তুলে ধরতে হবে।
  • ü  Lyrical Ballads (লিরিকেল ব্যাল) লেখার জন্য ওয়ার্ডসওয়ার্থের অনুপ্রেরণা হল, lyrical ballads বা গীতিকাব্যগুলো কবিতাকে শিল্পের একটি অংশ হিসাবে মর্যাদা দেয়। depths of human emotion বা ‘মানুষের আবেগের গভীরতা’ যেরকম আলোকিত, সেরকম কবি তার পাঠকদের আলোকিত করতে চান।
  • ü  Preface to Lyrical Ballads- ওয়ার্ডসওয়ার্থ যুক্তি দেন যে, পাঠকদের ভাব/কল্পনাকে আকৃষ্ট করার জন্য কবিতা অতিরিক্ত জটিল বা কৃত্রিম করে লেখা যাবে না।


Preface to Lyrical Ballads: Introduction in Bangla: ভূমিকা:

Lyrical Ballads (লিরিক্যাল ব্যালাডস) হল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের (William Wordsworth and Samuel Taylor Coleridge)কবিতার একটি সংগ্রহ, যা ১৭৯৮ সালে প্রকাশিত হয়েছিল। এই সংকলনে ওয়ার্ডসওয়ার্থের ভূমিকাটি(Preface)বইয়ের দ্বিতীয় সংস্করণের সময় রচিত হয়েছিল, যা ১৮০১ সালে প্রকাশিত হয় এবং ১৮০২ সালে তৃতীয় সংস্করণের জন্য সম্প্রসারিত করা হয়েছিল। এই ভূমিকাটিতে কবি তার কবিতা লেখার নীতি ও বিশ্বাসকে তুলে ধরেছেন। লিরিক্যাল ব্যাল্যাডসকে অনেকে ইংরেজী সাহিত্যে রোমান্টিক আন্দোলনের (Romantic movement) সূচনা বলে মনে করেন এবং এই ভূমিকাটিতে রোমান্টিক কবিতার অনেক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে।

 Read More:

Poetics Summary in Bangla

An Apology for Poetry Bangla Summary

Preface to Shakespeare Bangla Summary

Preface to Lyrical Ballads Bangla Summary

Biographia Literaria Summary in Bangla

 

Preface to the Lyrical Ballads - Summary in Bengali:

Written by: Saiful Munna.

বছরের পর বছর ধরে ওয়ার্ডসওয়ার্থের "প্রিফেস টু দ্য লিরিকাল ব্যালডস"কে ইংল্যান্ডে রোমান্টিক আন্দোলনের জন্য একটি ইশতেহার হিসেবে দেখা হয়েছে। এতে ওয়ার্ডসওয়ার্থ ব্যাখ্যা করেছেন, কেন তিনি তার পরীক্ষামূলক ballads বা গীতিকবিতাগুলো তার নিজের থিওরি অনুযায়ী লিখেছেন। তাঁর সমসাময়িক লেখকদের(late-Neoclassical writers) উচ্চ শ্রেণির কবিতার বিপরীতে, লিরিক্যাল ব্যাল্যাডে ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলি কৃষকদের জীবন নিয়ে খুবই সাধারণ ভাষায় লেখা।

ওয়ার্ডসওয়ার্থ তার এ কবিতা লেখার প্রচেষ্টায় একা ছিলেন; তিনি তার প্রিয় বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজের (Coleridge) সহায়তায় লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন। কোলরিজের মতো ভালো বন্ধুদের সাথে নিয়ে ওয়ার্ডসওয়ার্থ একটি নতুন ধরণের কবিতাধারা তৈরির আশা করছেন, যা "সমাজের নিচু এবং গ্রমীণ জীবন"কে তুলে ধরবে ওয়ার্ডসওয়ার্থ দেখতে পান যে, সাধারণ মানুষ জীবনের সমাজের নিয়মনীতি কম মেনে চলে এবং তারা অনেক সৎ কারণ তারা প্রকৃতির সৌন্দর্যের(beauty of nature) সাথে সবসময় যোগাযোগ রেখে জীবনযাপন করে। কবিতার এই নতুন ধারায় সাধারণ সাধারণ মানুষের ভাষায় কবিতা লেখা হবেকারণ এই সাধারণ মানুষের ভাষার সার্বজনীনতা এবং স্থায়িত্ব(universality and permanence) রয়েছে যার মধ্যে কাব্যিক জটিল ও প্যাচানো কথাবার্তা(poetic diction) নেই।


ওয়ার্ডসওয়ার্থ মনে করেন তাঁর সমসাময়িক কবিদের বেশিরভাগ কবিতা খুবই গতানুগতিক এবং অশালীনপাঠকদের কাছে আবেদনময়ী করার জন্য সংবেদনশীলতা/অনুভূতির (sensationalism) উপর তারা নির্ভর করে। আধুনিক শিল্পায়ন এবং নগরায়নের যুগে এই ধরণের কবিতা পাঠকদের মনকে নীরস/একঘেয়ে করে দেয়। ওয়ার্ডসওয়ার্থের মতে, ভাল কবিতার (good poetry) বৈশিষ্ট হচ্ছে, এটি কৃত্রিম বিনোদন ছাড়া একটি নির্দিষ্ট উদ্দেশ্য(purpose) নিয়ে রচিত হয়। ওয়ার্ডসওয়ার্থের গীতিনাট্যের(ballads) উদ্দেশ্য হল পাঠককে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া যাতে তারা আধুনিকতার নীরসতা থেকে পুনরুজ্জীবিত হতে পারে।

ওয়ার্ডসওয়ার্থ মানুষের আবেগকেও (emotions) অনেক গুরুত্ব দেন। প্রকৃতপক্ষে, কবিতায় কাহিনী এবং একশন (plot and actions) থেকে আবেগ বেশি গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন যে,“all good poetry is the spontaneous overflow of emotion” that “takes its origin from emotion recollected in tranquility.” মানে - সমস্ত ভাল কবিতা আবেগের স্বতস্ফূর্ত প্রবাহ থেকে সৃষ্টি হয়" যা "শান্তির সাথে মিশে থাকা আবেগ থেকে উৎপত্তি হয়।"

 এটা গুরুত্বপূর্ণ যে, একজন কবি শান্তিতে তার আবেগকে স্মরণ করবেন তার জীবনের অভিজ্ঞতাকেও তিনি স্মরণ করবেন। তখন কবি তার কবিতার মধ্যে শুধু আবেগ (emotions) ছাড়া - গভীর চিন্তাকে(profound thought) অন্তর্ভুক্ত করতে পারবেন। কবিতাকে হতে হবে মানব জীবনের গভীর অভিজ্ঞতার একটি প্রতিফলন। ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখার গতানুগতিক পদ্ধতি অপছন্দ করেন। কবিতার ভাষা যতই সহজ হোক না কেন, কবিতার বিষয়বস্তুকে (contents) কবি এবং পাঠককে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।

কবিতা সম্পর্কে এই বড় আলোচ্য বিষয়গুলি ছাড়াও, ওয়ার্ডসওয়ার্থ সংক্ষিপ্তভাবে মিটারের (meter- ছন্দ) গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন। ওয়ার্ডসওয়ার্থ বলেন, তিনি গদ্য থেকে কবিতাকেই বেছে নিয়েছেন কারণ, কবিতার মিটারে (meter- ছন্দ) একটি বিশেষ আকর্ষণ থাকে। তদুপরি, মিটারের নিয়মিততা আবেগকে উত্তেজিত করতে সাহায্য করতে পারে যা গদ্যের শৈলীগত স্বাধীনতার সাথে লেখা থাকলে কাজটি খুব বেশি হতে পারে। ওয়ার্ডসওয়ার্থ Preface to the Lyrical Ballads বা "লিরিক্যাল ব্যাল্যাডসের ভূমিকা" শেষ করেছেন এটা বলে, পাঠককে তার নিজের জন্য কবির ব্যাল্যাডগুলি পড়া এবং অনুভব করা দরকার।

এটা লিখতে আমার কয়েক ঘন্টা সময় খরচ হয়েছে। কমেন্ট বক্সে আপনি মন্তব্য করতে পারেন। আমি বাকিগুলো লিখতে অনেক উৎসাহ পাব।


Written by Saiful Munna, Honours in English, BD.

Edited by: Try.Fulfil English Literature.




6 Comments

Comment Here:

Post a Comment
Previous Post Next Post