SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

Crossing The Water - Summary in Bengali | Try.Fulfil

Crossing The Water - Summary in Bengali, Crossing the Water - Bangla Summary, Try.Fulfil, Saiful munna, crossing the water by sylvia plath.

Crossing the Water কবিতাটি কবি Sylvia Plath এর লিখা। এই কবির প্রায় সব কবিতা হতাশা, মৃত্যু ইত্যাদি নিয়ে লিখা। এই কবিতাটিও এরকম। কবি Crossing the Water কবিতায় দুজন মানুষের ভ্রমণের বর্ণণা দিয়েছেন।


Crossing The Water - Summary in Bengali, Crossing the Water - Bangla Summary, Try.Fulfil, Saiful munna.
Crossing The Water - Bangla Summary


এ দুজন মানুষ জিবীত মানুষদের পৃথিবী ছেড়ে মৃত মানুষদের পৃথিবীতে ভ্রমণ করছেন। তারা Acheron বা Styx নদী পর হয়ে Underworld বা মৃতদের পৃথিবীতে যাচ্ছেন।

Crossing the Water এ তাদের এ যাত্রা চারটি স্তবকে কবি বর্ণণা করেছেণ।

 

Crossing the Water - Bangla Summary:

(Short Summary by Saiful Munna)

  • ১ম স্তবকে অশুভ কালোর বর্ণণা রয়েছে। এখানে তারা Acheron বা Styx নদীর মাধ্যমে আন্ডারওয়ার্ড বা মৃতদের পৃথিবীতে ভ্রমণ শুরু করে। তারা হচ্ছে Cut Paper People (শারিরীক অস্তিত্বহীন মানুষ)
  • ২য় স্তবকে তারা পানির ফুলদের কাছ থেকে Dark Advice পান।
  • ৩য় স্তবকে তারা Spirit of Blackness (কালো আত্বা) দ্বারা সংক্রমিত হন। তারা একটি মরা মানুষের Pale Hand (বিমর্ষ হাত) দেখতে পান, যেটি তাদেরকে বিদায় জানাচ্ছিল।
  • ৪র্থ স্তবকে তারা তারকারাজীর মাধ্যমে অন্ধ হয়ে যায় এবং নিরবতায় মিশে যায়।

                                                     

Crossing the Water - Summary in Bengali:

(Full Summary by Try Dot Fulfil)

সম্পূর্ণ সামারিটি নিচের ভিডিও থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন।

 



* সামারিটি সম্পর্কে কমেন্টে আপনার মতামত জানালে খুশি হব। 

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post