SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

রফিক সাইফুল মুন্না / ভাষাশহীদ রফিক কে নিয়ে কবিতা।


ভাষাশহীদ রফিক কে নিয়ে কবিতা


ভাষাশহীদ রফিক কে নিয়ে কবিতা
-----------------
বিশ শতকের আট ফাল্গুনে তপ্ত রুদে
দৃপ্ত পায়ে দাঁড়িয়ে ছিল রফিক,
আতঙ্কে থরথর করা বাতাসে
ঝরঝর করছিল তাঁর বুক।

চারপাশে উঁচু করা রিভলভার
 বাঁশের কঞ্চির মতো লাগছিল,
বুট পায়ে দাঁড়িয়ে থাকা শৃগালদের
শকুন মনে হচ্ছিল।

চারদিক থেকে শব্দরা মিছিল দিল
মায়ের ভাষা দিব না,
রফিকের বুক টানটান ছিল বলে
মুখে কথা ছিল না।

খাড়া করা ডাস্টবিন থেকে
বেরিয়ে এল দুর্গন্ধমাখা বুলেট,
রফিকের বুক ঝাঁঝরা করে দিল
সুগন্ধিত লৌহে।

তাঁর কোনো দু:খ ছিল না
মায়ের মুখ চোখে ভেসে উঠছিল বলে,
শেষ নিশ্বাসে একবার বলে উঠল
মাগো,বুক দিয়ে তোমার মুখ তুলে ধরলাম।

-------
একুশ শতকের রফিকরা
তাঁকে সমাদৃত করছে শ্রদ্ধায়,
তারা অনেক এগিয়েছে
সভ্যতায়,সংস্কৃতিতে।

প্রাণ উজাড় করা মিছিল উঠছে,
থ্যাংক ইউ রফিক
তুমার বেস্ট সেক্রিফাইছে,
রফিকের আত্মা ভরে উঠছে প্রগাঢ় প্রশান্তিতে।

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post