বিশ শতকের আট ফাল্গুনে তপ্ত রুদে
দৃপ্ত পায়ে দাঁড়িয়ে ছিল রফিক,
আতঙ্কে থরথর করা বাতাসে
ঝরঝর করছিল তাঁর বুক।
বাঁশের কঞ্চির মতো লাগছিল,
বুট পায়ে দাঁড়িয়ে থাকা শৃগালদের
শকুন মনে হচ্ছিল।
মায়ের ভাষা দিব না,
রফিকের বুক টানটান ছিল বলে
মুখে কথা ছিল না।
বেরিয়ে এল দুর্গন্ধমাখা বুলেট,
রফিকের বুক ঝাঁঝরা করে দিল
সুগন্ধিত লৌহে।
মায়ের মুখ চোখে ভেসে উঠছিল বলে,
শেষ নিশ্বাসে একবার বলে উঠল
মাগো,বুক দিয়ে তোমার মুখ তুলে ধরলাম।
-------
একুশ শতকের রফিকরা
তাঁকে সমাদৃত করছে শ্রদ্ধায়,
তারা অনেক এগিয়েছে
সভ্যতায়,সংস্কৃতিতে।
একুশ শতকের রফিকরা
তাঁকে সমাদৃত করছে শ্রদ্ধায়,
তারা অনেক এগিয়েছে
সভ্যতায়,সংস্কৃতিতে।
থ্যাংক ইউ রফিক
তুমার বেস্ট সেক্রিফাইছে,
রফিকের আত্মা ভরে উঠছে প্রগাঢ় প্রশান্তিতে।