![]() |
লেগুনা kobita |
লেগুনা
সাইফুল মুন্না।
--------------
বসতেই চাপাচাপি,
মুখভরা দাপাদাপি,
তিনদিকে চোখাচোখি,
পায়ে পায়ে মুখামুখী,
লেগুনা।
ডানে সরা যাবে না,
বামে ফিরা হবে না,
চোখ সোজা রবে না,
পিছ দেখা যাবে না,
লেগুনা।
এখানে থামবে,
ওখানে নামবে,
পরপর দমবে,
ভরবে কমবে,
লেগুনা।
ভাড়াটা কম তায়,
যাত্রীতে ভরে যায়,
ছোটে কিছু দ্রুততায়,
গল্পটা সারা যায়,
লেগুনা।
জিসানের টেবিল - গল্পটি পড়তে এখানে ক্লিক করুন।