SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

PSC নাকি PEC? আসুন জেনে নেই

পিএসসি (PSC) নাকি পিইসি (PEC) কোনটি সঠিক?


 
পি এস সি  না পি ই সি    PSC নাকি PEC, try.fulfil
পি এস সি  না পি ই সি    PSC নাকি PEC


আমরা বেশিরভাগ সময়ই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে পিএসসি (PSC) পরীক্ষা বলি আবার অনেকে পিইসি (PEC) পরীক্ষাও বলেন। তবে তা খুব কমই। চলুন বিস্তারিতভাবে জেনেই নেই সঠিক কোনটি?

 শব্দ দুটির পূর্ণরুপ হচ্ছে এরকম


  • P.S.C = Primary School Certificate অর্থ দাঁড়ায় - প্রাথমিক স্কুল সার্টিফিকেট। 
  • P.E.C = Primary Education Completion অর্থ - প্রাথমিক শিক্ষা সমাপনী।  

এখন আপনারা একটু খেয়াল করে দেখুন, বাংলাদেশে প্রাথমিক স্কুল সার্টিফিকেট নামে কোনো পাবলিক পরীক্ষা নেয়া হয় না। বরং ২০০৯ সাল থেকে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে " প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা" শুরু হয়েছে, যার সংক্ষিপ্ত ও সঠিক নাম হচ্ছে PEC

লক্ষ্য করলে আরও দেখবেন, সমাপনী পরীক্ষার আগে সকল গণমাধ্যমে " পি ই সি " পরীক্ষার খবর দেয়া হয়। সেখানে পিএসসি বলতে কোন শব্দ থাকে না। কারণ, পিএসসি হচ্ছে "বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের” সংক্ষিপ্ত নাম। PSC = Public Service Commotion.

 বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল পরীক্ষা নিয়ন্ত্রণ করে " পিএসসি"। সুতরাং, পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকার কথা না। 
তাই, সঠিক হচ্ছে " পিইসি" PEC exam

1 Comments

Comment Here:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post